৪দিনের ব্যবধানে আরব আমিরাত ও সৌদি আরবে চট্টগ্রামের রাউজান উপজেলার নাদিমপুর এলাকার মোহাম্মদ শাহজাহান ও লোকমান চৌধুরী নামের ২ প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আমিরাতের শারজাহ এলাকায় ছেলের সাথে দেখা করতে এসে স্ট্রোক জনিত কারণে নিহত হয় প্রবাসী লোকমান চৌধুরী।
এরআগে, গত রবিবার সৌদি আরব প্রবাসী শাহজাহান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বন্ধুর সাথে দেখা করকে গিয়ে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হন।
নিহত দুজনের বাড়ি চট্টগ্রামের নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিস মিয়ার পুত্র শাহজাহান এবং এজাহারুল হক মিয়ার পুত্র নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের লোকমান চৌধুরী।
নিহত শাহজাহানের ছোট ভাই জানান, রবিবার তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে অল্প দূরে সন্ধ্যা সাড়ে ৭টায় অপর বন্ধুর সাথে কথা বলার সময় হঠাৎ হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অপরদিকে, লোকমান চৌধুরী আমিরাত প্রবাসী তাঁর চাকুরীস্থল আবুধাবি থেকে তাঁর ছেলেদের সাথে শারজাহ রোলা এলাকায় সাক্ষাত করতে এসে ঢলে পড়ে যায়। এসময় পাশ্ববর্তি আল কাসিমিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
সৌদি প্রবাসী মরহুম শাহজাহান চৌধুরী প্রবাসে সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সদস্য সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান আলীর বড় ভাই।
Discussion about this post