উড়ন্ত ট্যাক্সিতে আবুধাবি থেকে দুবাই যাওয়া যাবে মাত্র ৩০ মিনিটে। দুই শহরে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালুর মাধ্যমে শুরু হচ্ছে এ ব্যবস্থা। শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জোবি অ্যাভিয়েশন আগামী ২০২৬ সাল নাগাদ বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য ইলেকট্রিক টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ার ট্যাক্সিগুলোর কার্যক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। ওই চুক্তি মোতাবেক ২০২৬ সালের প্রথম দিকে আমিরাতে এয়ার ট্যাক্সি চালুর কথা রয়েছে।
Discussion about this post