দুবাইয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় হামানিয়া প্রধান বাবু (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টা (বাংলাদেশ সময় ২টার দিকে) শহরের দারাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার পুত্র। জানা গেছে, তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে পাড়ি জমান বাবু।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো. দাখেল প্রধান।
তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবুর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।
Discussion about this post