একটি বিশেষ বিমানযোগে সোমবার আরব আমিরাতে দুই দিনের সফরে এসেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক।
ওই দিন আমিরাতের সীমানায় প্রবেশের পরপরই দেশটির সামরিক বাহিনীর বিমান এসে আকাশেই তাকে স্বাগত জানায়।
বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সুলতানকে রাষ্ট্রীয় ভবনে নিয়ে যান আমিরাতের প্রেসিডেন্ট বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (২৩ এপ্রিল) আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিক।
দ্বিপক্ষীয় এই বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
এরমধ্যে রয়েছে বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি, রেলওয়ে এবং মডার্ন টেকনোলজি। রেলওয়ে চুক্তির মাধ্যমে শিগগির দুই দেশ রেলপথে যুক্ত হতে যাচ্ছে।
জেআই/
Discussion about this post