সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিকসহ মুক্ত হওয়া বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙ্গর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
গতকাল (২২ এপ্রিল) সোমবার রাত ৮টায় কে.এস.আর.এম গ্রুপের মালিকানাধীন জাহাজটি আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরের জেটিতে নোঙ্গর করা হয়।
বিএম জামাল হোসেন সাংবাদিকদের জানান, ২৩ জন নাবিক শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদের মনোবল চাঙ্গা রয়েছে। ২ জন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজেই দেশে ফেরার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে এমভি আব্দুল্লাহ জাহাজটি আমিরাতের উদ্দেশে রওনা হলে ভারত মহাসাগরে প্রবেশের পর সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। দীর্ঘ ৩১ দিন জিম্মি থাকার পর মুক্ত করা হয় জাহাজসহ নাবিকদের।
জেআই/
Discussion about this post