আজ দুবাই পৌঁছাচ্ছে সোমালিয়া জলদস্যু কর্তৃক জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। রোববার (২১ এপ্রিল) সকালে আল হারমিয়া বন্দরে পৌঁছবে জাহাজটি।
জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন এমভি আব্দুল্লাহসহ জাহাজটির ২৩ নাবিক। যদিও এজন্য দিতে হয়েছে মোটা অংকের মুক্তিপণ। জাহাজটি মুক্তির পর আরব আমিরাতের দিকে রওনা দেয়।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি বহিনোর্ঙরে অবস্থান নেবে। এক দিন পর ভিড়তে পারে জেটিতে। হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে বলে জানা গেছে।
Source:
ম্যাসেঞ্জার
Discussion about this post