সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরে রেকর্ড ভেঙেছে গত দুদিনের বৃষ্টিপাত। যার ফলে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছে। ১৯৪৯ সালের পর সর্বোচ্চ ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় আমিরাতে ২ জন এবং ওমানে এক বাংলাদেশিসহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এরআগে, গত মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে দুবাই বিমানবন্দরের একটি রানওয়ে ডুবে যায়। রানওয়েতে পানি থাকায় দেশটির আরেক এয়ারলাইনস ফ্লাই দুবাই বুধবার সকাল ১০টা পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে। তীব্র ঝড়ের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ২৫ মিনিটের জন্য বন্ধ ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ৪৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিপাকে পড়েন যাত্রীরা।
বৃষ্টিতে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়। রাস্তায় চলাচলের সময় বন্যার পানিতে অসংখ্য গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যাপ্রবণ ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নাগরিকদের আগামী কয়েক দিনের মধ্যে সমুদ্রে যাওয়া এবং পাহাড় ও উপত্যকা পরিদর্শন এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জেআই/
Discussion about this post