মধ্যপ্রাচ্যের দেশ ওমানে জাকির হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি বন্যার পানিতে ভেসে যায়। পরে তার মৃত দেহ পাওয়া যায় বলে নিশ্চিত করে ওমান ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল প্রবাস টাইমস।
নিহতের বাড়ি খাগড়াছড়ি জেলার বড়নাল ইউনিয়নের করিম মাস্টার পাড়া এলাকায়। তার পিতা মৃত ফরিদ মিয়া।
এরআগে, গত রোববার জালান বোয়ালিতে পানির স্রোত বাড়ার পরপরই নিখোঁজ তিনি। তার সন্ধান পেতে বিজ্ঞপ্তি প্রদান করেন নিহতের সহকর্মীরা।
বাংলাদেশি ছাড়াও ওমানে বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন স্কুল শিক্ষার্থী রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
এদিকে, বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৮ টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যেখানে ৩২২ জন প্রবাসীসহ প্রায় ১ হাজার ৪ শ মানুষ আশ্রয় নিয়েছেন।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
জেআই/
Discussion about this post