মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান তেলক গং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, নিহত ওই ব্যক্তি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি লরির টায়ার খুলে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। চিকিৎসক জানিয়েছেন, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, পুলিশ এই মামলার তদন্তে সহায়তার জন্য সাউথ ক্লাং ট্রাফিক থানায় জড়িত লরি চালক ও জনসাধারণকে এই বিষয়ে তথ্য দিয়ে তদন্তকারী অফিসার ইন্সপেক্টর নিজামের +৬০১০-২৪৫২১৪৪ / ০৩-৩৩৭২২২২২ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১৯৮৭ সালের এপিজে এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেআই/
Discussion about this post