মালদ্বীপে ইসমাঈল হোসেন (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর হয়েছে। নিহত ইসমাইল লক্ষীপুর জেলার সদর থানার দালাল বাজার ইউনিয়নের মরহুম আহসান উল্লাহর বড় ছেলে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে মালদ্বীপের ওমাধু আইল্যান্ডে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে নয় বছর আগে মালদ্বীপে পাড়ি জমান ইসমাঈল হোসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি দীর্ঘদিন অবৈধভাবে মালদ্বীপে অবস্থান করছিলেন। তবে এই সময়ে দেশটির বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়মিত কাজে নিয়োজিত ছিলেন।
জানা যায়, মালদ্বীপে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) যখন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, তখন সহকর্মীদের সঙ্গে কাজে ব্যস্ত ইসমাইল। কিন্তু কাজ করতে করতে সকাল দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে প্রথমে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ দেখা দিলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা মমিন উল্লাহ বলেন, আমাদের একটাই দাবি ভাতিজার মরদেহ দেশে দাফন করতে চাই। সরকার ও মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার যেন সেই ব্যবস্থা করে দেয়। ইসমাঈল হোসেনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, বিষয়টি খুবই দুঃখজনক।পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা মালদ্বীপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করব।
জেআই/
Discussion about this post