দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা। গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। আর রেমিট্যান্স পাঠানো দেশের মধ্যে শীর্ষ তালিকায় আছেন আরব আমিরাত। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২৩-’২৪ অর্থবছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতেও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। ওই মাসে দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ৪৭ কোটি ৯৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
জেআই/
Discussion about this post