*** বিষয়ঃ হাজার মাস অপেক্ষা অধিক উত্তম একটি রাত ।
*** সমুদয় প্রশংসা মহান আল্লাহু সুবাহানাহু ওয়া তা’আলার জন্য । যিনি মাহে রমজানের শেষ দশক দ্বারা আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন । যেখানে এমন একটি রাত নিহিত, যা’ হাজার মাস অপেক্ষা অধিক উত্তম ।
*** শান্তি প্রশান্তি অবতীর্ণ হোক সর্বোত্তম সৃষ্টি মহানবী মুহাম্মদ সাঃ, তাঁর পবিত্র পরিবার রাঃ, তাঁর সাহাবীগণ রাঃ, তাবেঈনগণ রাঃ সহ গোটা মুসলিম জাতির উপর ।
*** আল্লাহপাক বলেন “ তোমরা পাথেয় গ্রহণ করো । আর সর্বোত্তম পাথেয় হলো তাক্ওয়া বা আল্লাহ ভীতি ।”
সূরা আল্ বাক্বারা ১৯৭
মাহে রমজানের সিয়াম সাধনার লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি সৃষ্টি হওয়া ।
*** আল্লাহপাক বলেন “ আমি এটি ( পবিত্র কুরআন ) নাজিল করেছি লাইলাতুল ক্বদরে । হে নবী সাঃ ! আপনি কি জানেন লাইলাতুল ক্বদর কি ? লাইলাতুল ক্বদর হাজার মাস অপেক্ষা অধিক উত্তম । এ রাতে হযরত জিব্রাইল আঃ তাঁদের রবের অনুমতি সাপেক্ষে ফিরিশ্তাদের নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত সহকারে অবতীর্ণ হন । প্রভাত হওয়া পর্যন্ত শান্তি বিরাজ করে এ রাতে ।”
সূরা আল্ ক্বদর ।
এখানে হাজার মাস মানে ৮৩ বছর + .
*** মহানবী সাঃ বলেন “ আমাকে পূর্ববর্তী উম্মতদের বয়স দেখানো হয়েছে । তাঁরা অনেক লম্বা হায়াত লাভ করেছিলো এবং সে তুলনায় আমার উম্মতের বয়স অনেক কম ! ফলে তাঁদের সমপরিমাণ আমল সম্ভব হবেনা বিধায় আল্লাহপাক আমার উম্মতের জন্য লাইলাতুল ক্বদর দান করেন । “
মোয়াত্মা মালেক ৭০৩
*** সুতরাং যে ব্যক্তি ঈমান সহকারে অধিক ছওয়াব লাভের আশায় এ রাতটিকে জাগ্রত রাখবে, তাঁর সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে ।”
ছহীহুল বোখারি ২০০৯
ছহীহ মুসলিম ৭৫৯
*** এ রাতে পাথরের কণা অপেক্ষা অধিক ফিরিশ্তা দুনিয়ার বুকে নেমে আসে ।
বলেছেন বিশ্বনবী সাঃ ।
মুসনাদে আহমদ ১০৭৩৪
শায়খ নাসিরুদ্দীন আলবানী রহঃ হাদিসটির সনদকে হাসান বলেছেন ।
*** মহানবী সাঃ মাহে রমজানের শেষ দশকে এতো বেশী ইবাদত করতেন, যা’ অন্য কোন সময়ে করতেন না । “
ছহীহ মুসলিম ১১৭৫
*** যাকাতুল ফিতির বা ফিৎরা দেয়া ফরজ । তা’ আদায় করবেন ঈদের নামাজের পূর্বে । আড়াই কেজি খাদ্য নির্ধারণ করা হলো । যাঁর মূল্য পঁচিশ ( ২৫ ) দিরহাম ধার্য করা হয়েছে ।
*** লাইলাতুল ক্বদর অনুসন্ধান করুন । নিজের পরিবার মা বাবা আত্মীয় স্বজন সহ সকল মুসলমানদের জন্য দোয়া করুন ।
*** তোমরা যেনো মেয়াদ পূর্ণ করতে পারো এবং তোমাদেরকে আল্লাহর হেদায়াত দান করার উপর তাঁর তাকবীর পাঠ করতে থাকো এবং সেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো ।
সূরা আল্ বাক্বারা ১৮৫
*** হে আল্লাহ ! আমাদের উপর লাইলাতুল ক্বদর নসীব করুন । আমাদের নামাজ রোজা কবুল করুন । সংযুক্ত আরব আমিরাতে বরকত দান করুন । আমাদের মা বাবাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন । আমিন ।
MQM Saifullah Mehruzzaman
Khateeb
Rafaa Bin Araba government Jame Mosque
Sharjah UAE
Discussion about this post