মালেশিয়ায় প্রবাসী বাংলাদেশির লাশ মর্গে পড়ে আছে, তবে স্বজনদের কোন খোঁজ মিলছে না। তাই এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানান, অত্যন্ত দুঃখের সাথে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোঃ আব্দুল সোবহান (বয়স-৪৯) পিতা-নুরুজ্জামান, জেলা- কুমিল্লা নামের একজন বাংলাদেশি নাগরিক চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত জনাব মোঃ আব্দুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত একজন ব্যক্তি স্ট্রোক জনিত কারণে বর্ণিত হাসপাতালে ভর্তি করেন মর্মে জানা যায়।
মৃত ব্যক্তির সাথে হাতে লেখা পাসপোর্ট থাকায় তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় বর্ণিত ব্যক্তি দেশে অথবা বিদেশের কারো যদি পরিচিত হয়ে থাকেন অথবা তার পরিচিত কারো সন্ধান পেয়ে থাকেন তাহলে হাই কমিশনের নিম্নোক্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জনাব সুমন চন্দ্র দাশ, প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মোবাইল নম্বর- +৬০১২৪৩১৩১৫০।
জেআই/
Discussion about this post