ভিসা নীতি হালনাগাদ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন নীতি অনুযায়ী—দেশটিতে ৮৭টি দেশের নাগরিক কোনো দূতাবাসের মুখোমুখি না হয়ে শুধুমাত্র পাসপোর্ট বহন করে প্রবেশের অনুমতি পাবেন।
তবে দেশটিতে বিপুলসংখ্যক শ্রমিক অবস্থান করলেও এই তালিকায় নেই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।
গালফ নিউজ জানিয়েছে, মূলত ভ্রমণে স্বাচ্ছন্দ্য আনতে এবং পর্যটকদের আকর্ষণ করতেই অন-অ্যারাইভাল ভিসার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। এ ক্ষেত্রে ৮৭টি দেশকে অন-অ্যারাইভাল ভিসার অনুমতি দিলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—তাদের দেশে প্রবেশের আগে অন্তত ১১০টি দেশের নাগরিককে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে।
আমিরাতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাওয়া দেশগুলো হলো—আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বার্বাডোজ, ব্রাজিল, বেলারুশ, বেলজিয়াম, ব্রুনেই, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এল সালভাদর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, হন্ডুরাস, হাঙ্গেরি, হংকং, আইসল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কিরিবাতি, কুয়েত, লাটভিয়া, লিচটেনস্টেইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মেক্সিকো, মোনাকো, মন্টেনেগ্রো, নাউরু, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, রোমানিয়া, রাশিয়া, সেন্ট ভিনসেন্ট গ্রেনাডাইনস, সান মারিনো, সৌদি আরব, সেশেলস, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, বাহামাস, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান, হেলেনিক, বসনিয়া ও হার্জেগোভিনা, আর্মেনিয়া, ফিজি, কসোভো।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকেরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা এবং প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দেখতে পাবেন। পাশাপাশি তারা ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেন শিপ, পোর্ট সিকিউরিটি এবং কাস্টমসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
Discussion about this post