শাহাদাত হোসেন নামের এক সৌদি প্রবাসীর কন্যা নুশরাত জাহান সুমনা (১৫) নামে কলেজ পড়ুয়া ছাত্রী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) নিজ ঘরে বিষপান করেন বলে জানা যায়।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুশরাত নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাট গ্রামের ওই সৌদি প্রবাসীর কন্যা সন্তান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা পারিবারিক কলহের জেরে ঘটতে পারে বলেও জানান তিনি।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোন অভিযোগ জানায়নি।
জেআই/
Discussion about this post