সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইফতারের আয়োজনে করেছে কর্তৃপক্ষ। এই ইফতারে অংশ নেন বিভিন্ন জাতির মানুষরা। ইফতারের সময় রানওয়ের অন্যদিক দিয়ে বিমান ওঠা-নামা করছিল।
দুবাই বিমানবন্দরের প্রধান পরিচালনা কর্মকর্তা মাজেদ আল জোকার বলেছেন, অন্তর্ভুক্তিতা এবং সাংস্কৃতিক বোঝাপড়ার ক্ষেত্রে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে এই আয়োজন সেটিরই বহিঃপ্রকাশ। বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে হওয়া এবং রমজানের মর্ম উৎযাপন করার বিষয়টি সত্যিই হৃদয়স্পর্শী। আমাদের বিমানবন্দরের কর্মীরা যে মনে রাখার মতো কাজ করতে পারে এই বিষয়টি সেটিই দেখিয়েছে।
সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইফতারের টেবিলে জড়ো হওয়া শুরু করেন কর্মীরা। এই ইফতারে ছিল খেজুর, ফল, মিষ্টি এবং মন জুড়ানো পানীয়।
পবিত্র রমজান মাস আসার পর মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে উৎসব বিরাজমান থাকে। এই সময়টায় সবার মধ্যে সবসময় উৎসাহ-উদ্দীপনা কাজ করে।
এছাড়া মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটি রমজান আসলে আরও বেশি প্রকাশ পায়। এ সময়টায় তাদের মধ্যে বাড়ে যোগাযোগ ও ভালোবাসা।
সূত্র: গালফ নিউজ
জেআই/
Discussion about this post