মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৌদি আরব প্রবাসী মুজিবুর রহমানে (৪৫) নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মুজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। জমি সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন। এরপর আব্দুল্লাহপুর বাজারে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেই।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেআই/
Discussion about this post