কাজের সন্ধানে ইতালিতে এসেছিলেন মোহাম্মদ আবু বক্কর (৩২) নামের এক প্রবাসী বাংলাদেশি। অবৈধ হওয়ায় দীর্ঘ এক বছরেও কোন কাজ মিলেনি। তাই হতাশায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাড়ি চুয়াডাঙ্গার সদাবরী এলাকায়। তবে আত্মহত্যা ধারণা হলেও রহস্য উদঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির রাজধানী রোমের অস্ট্রিয়া এলাকার একটি পার্কে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এসময় স্থানীয় বাংলাদেশিরা লাশ দেখতে পেয়ে পরিচয় শনাক্ত করে বাংলাদেশে থাকা নিহতের স্বজনদের জানায়।
এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বলেন, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ডিপ্লোম্যাটিক পদ্ধতি অনুসরণ করে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। লাশ দেশে পাঠাতে সব ধরনের সাহায্য করা হবে।
জেআই/
Discussion about this post