শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে আসা ফ্লাইটে মিললো কোটি টাকা মূল্যের স্বর্ণ। এঘটনায় মোহাম্মদ মোরশেদ নামের এক বিদেশফেরত যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
জানা গেছে, ওই যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করে প্রায় ১ কেজি ২০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজার। মূল্য আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
কাস্টমস সূত্র জানায়, শনিবার (২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছে। ওই বিমানে থাকা যাত্রী মোহাম্মদ মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তার লাগেজ স্ক্যানিং করা হয়। এতে লাগেজের ভিতর সোনার মত প্রতিচ্ছবি দেখা যায়। তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়।
এরপর সেটির ভেতরে একটি কনভেক্স হাই প্রেশার ওয়াশারের ওজন অস্বাভাবিক পরিলক্ষিত হয়। মেশিন দিয়ে কাটার পর সেখানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি দণ্ডাকৃতির সোনা পাওয়া যায়। একই সঙ্গে ওই যাত্রীর কাছ থেকে দুটি সোনার চুড়ি ও চারটি রিং জব্দ করা হয়।
জেআই/
Discussion about this post