দুবাই পুলিশ জানিয়েছে, ভিক্ষার বিরুদ্ধে এই অভিযান শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে এবং এরপরও যারা ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকবে, তাদের প্রত্যেককে অন্তত ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। একইসাথে ৩ মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে তাদের।
রমজানুল মুবারকের আগেই ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দুবাই পুলিশ। পাশাপাশি ভিক্ষুকদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। শনিবার (২মার্চ) নিউজটি প্রকাশ করে ডেইলি জংগ।
ওই প্রতিবেদনে আরো জানানো হয়, যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এবং একইসাথে এতে অংশ নিতে বিদেশ থেকে লোক নিয়ে আসবে, তাদের ৬ মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা করা হবে।
দুবাই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভিক্ষুকরা পবিত্র রমজান মাসে মানুষের সহানুভূতি, উদারতা এবং দাতব্যের সুযোগ নেয়। পুলিশ সেখানে ভিক্ষাবৃত্তি প্রথা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এজন্য এই সতর্কতা।
জেআই/
Discussion about this post