নুর আজিরা বিনতে আজহার নামের এক মালেশিয়ান তরুণী বিয়ে করেছেন লক্ষ্মীপুরের যুবক প্রবাসী রিয়াজ উদ্দিনকে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার বাসায় এ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দুই লাখ টাকা দেনমোহরে মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করেন প্রবাসী রিয়াজ। বর রিয়াজ উদ্দিন আবিনগর এলাকার সাবেক সহকারী সাব-রেজিস্ট্রার জামাল উদ্দিনের ছেলে। কনে আজিরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের আজহা বিন হোসাইন ও নুর আসিকিন বিন আরেফিন দম্পতির মেয়ে।
রিয়াজ জানান, ৯ বছর আগে রিয়াজ মালয়েশিয়া যান তিনি। সেখানে আজিরার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজিরা তার মাকে রিয়াজের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানায়। শুরুতে আজিরার বাবা একটু মনক্ষুণ্ন ছিলেন এখন তাদের সম্পর্ক বন্ধুর মতো।
নুর আজিরা বলেন, বাংলাদেশি মানুষ খুবই দারুণ এবং শ্রদ্ধাশীল। আমি রিয়াজকে অনেক বেশি ভালোবাসি। কারণ সে খুব ভদ্র স্বভাবের ও অনেক সুন্দর। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। তাদের সঙ্গে চারদিন ছিলাম। আমি আমার পরিবারের মতোই তাদের অনুভব করেছি।
জেআই/
Discussion about this post