চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২২-২৩ মেয়াদের কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে শারফুদ্দীন কাশ্মীরকে (দেশ রূপান্তর) আহ্বায়ক ও নুরুল আলমকে (আজকের পত্রিকা) সদস্য সচিব করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহাদাত হোসেন পারভেজ (প্রতিষ্ঠাতা সদস্য), অধ্যাপক সাইফুল হক সিরাজী (ফ্রিল্যান্সার), ও মাসুদ ফেরদাউস কবির (ল’ইয়ার্স ক্লাব অনলাইন নিউজ পোর্টাল বিডি)।
জানা যায়, ওই দিনের সভায় মিরসরাই প্রেস ক্লাব গঠনতন্ত্রের (তৃতীয় সংশোধনী) অনুচ্ছেদ ১৫ এর ১ নম্বর ধারা মোতাবেক ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। পরে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনের উদ্যোগ নিবে।
জেআই/
Discussion about this post