নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুরই মৃত্যু হলো। সর্বশেষ মারা গেলো তিন বছরের রুশমিদা। বিস্ফোরণে তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশু রুশমিদা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের ৬নং কক্ষের বাসিন্দা আব্দুর শুক্করের মেয়ে।
একইদিন সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: সোহেল (৫) নামের এক শিশু মারা যায়। তার শরীরের প্রায় ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শিশু রবি আলম (৫) রাসেল (৪) ও মুবাশিরা (৩) মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো: আসাদুজ্জামান।
উল্লেখ্য, গত শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ নয়জন দগ্ধ হয়। তাদের প্রথম নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে চিকিৎসক সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুই মারা যায়।
জেআই/
Discussion about this post