মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের মাঝে স্বীকৃতি স্বরূপ ‘রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩’ প্রদানে ঘোষিত আবেদনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে বেড়ে ১৫ মার্চ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন (বিপিএম পিপিএম) কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, এতদ্বারা দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক প্রবাসী বাংলাদেশীদের মাঝে ‘রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩’ প্রদানের লক্ষ্যে গত ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে বৃদ্ধিপূর্বক আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।
আবেদনের নিয়মাবলি:
০১. কনস্যুলেট জেনারেল কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
০২.এক কপি পাসপোর্ট সাইজের ছবি (সদ্য তোলা) জমা প্রদান করতে হবে।
৩.আবেদনপত্র ১৫ মার্চের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে:
mission.dubai@mofa.gov.bd
counselordubai@probashi.gov.bd;
fsdubai@probashi.gov.bd (ই-মেইল যোগে); অথবা
গ. বাংলাদেশ সমিতি, ফুজাইরা/শারজাহ; অথবা
ঘ. বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, রাস আল খাইমাহ।০৪. বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রমাণক দাখিল করতে হবে।
০৫. নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ (০১ বছর) পর্যন্ত সময়ের মধ্যে শুধু বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারীগণ ‘রেমিট্যান্স এওয়ার্ড-2023’ এর জন্য বিবেচিত হবেন।
জেআই/বিজ্ঞপ্তি/
Discussion about this post