ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
জেআই/
Discussion about this post