ওমানে স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ শফি নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাশ দেশে ফেরার পর শনিবার রাত ১২ টায় গাউছিয়া কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে জানাজা পড়ে লাশ দাফন করা হয়। নিহতের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী চিকনদন্ডি লালিয়ার হাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্ডিংয়ের কন্সট্রাকশনের কাজে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন প্রবাসী শফি, সহকর্মীরা উদ্ধার করে সুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ওমানে নতুন করে অভিযান শুরুর পর থেকে ভিসার মেয়াদ না থাকায় প্রকাশ্যে কাজে যেতে পারছিলেন না শফি। ধার কর্য করে ভিসা নবায়নে কিছু টাকা জোগাড়ও করেছিলেন। মৃত্যুর পর তার জমানো টাকা পাসপোর্টের ভেতর থেকে উদ্ধার করা হয়।
পারিবার জানায়, আশির দশকে ওমানে পাড়ি জমান মোহাম্মদ শফি। কিন্তু স্বাভাবিক আসা-যাওয়া আর পারিবারিক চাহিদা মেটানো ছাড়া অতিরিক্ত তেমন কিছুই করতে পারেননি। থাকার মধ্যে আছে একটি পুরনো ঘর, মৃত্যুর আগে সেই ভাঙ্গা ঘরের সংস্কার করে যেতে পারেননি।
জেআই/
Discussion about this post