এসএসসি, দাখিল ও কওমি মাদরাসার কেন্দ্রীয় পরিক্ষা হওয়াতে শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষার্থীদের সুবিধার দিকে খেয়াল করে ওয়াজ মাহফিলের আওয়াজ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।
গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফিলের আলোচক ও আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ওয়াজ মাহফিলের সম্মানিত আলোচক ও আয়োজকবৃন্দ! এসএসসি, দাখিল ও বেফাক পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে মাহফিলের মাইক নিয়ন্ত্রণ করুন। সম্ভব হলে মাইক প্যান্ডেলের মধ্যে সীমিত রাখুন, অথবা বাইরের মাইকের ভলিউম কমিয়ে রাখুন। কোনো অবস্থাতেই দূর-দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। আমাদের অসচেতনতা যেন ইসলামের ব্যাপারে মানুষকে বীতশ্রদ্ধ করে না তোলে।’
ওই পোস্টে তিনি আরো লিখেছেন, মুসলিম জীবনে ওয়াজ ও নসীহার গুরুত্ব অপরিসীম। তবে সবকিছুই হওয়া উচিত ইসলামের নির্দেশনা মেনে। ওয়াজ-নসীহার মতো একটি ইবাদত যেন অন্যের কষ্টের কারণ না হয়, এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত।’
শুধু ওয়াজ মাহফিল-ই নয়; উচ্চ আওয়াজ হয়- এমন অন্যসব বিষয়ের প্রতিও সতর্ক করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি লিখেছেন, ‘এর পাশাপাশি বিয়ে-বিনোদন, রাজনৈতিক প্রচারণা, গাড়ির অযাচিত হর্নসহ যেকোনো শব্দদূষণ, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে, তা থেকে আমাদের বিরত থাকা উচিত।’
জেআই/
Discussion about this post