দেশে শুরু হওয়া এসএসসি পরিক্ষায় এবার আমিরাতের আবুধাবি থেকেও অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া পরিক্ষায় আবুধাবির বাংলাদেশ স্কুল থেকে ৩৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
জানা যায়, বিজ্ঞান ও ব্যাবসা বিভাগের অংশগ্রহণ করা ৩৭ জনের মধ্যে ২৯জন নিয়মিত এবং ৮জন অনিয়মিত শিক্ষার্থী। এরমাঝে ১৭জন ছাত্র ও ২০জন ছাত্রী রয়েছে।
ঢাকা বোর্ডের অধীনে দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দূতাবাসের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার।
এছাড়াও হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন স্কুল শিক্ষক আবদুল গনি ছিদ্দিকী ও জাকির হোসেন।
জেআই/
Discussion about this post