বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমারের ছোড়া মর্টারশেলের আঘাতে হুসনে আরা (৫০) নামের এক বাংলাদেশি নারী ও তার ঘরে কাজ করা এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুসনে আরা জলপাইতলি এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এ ছাড়া নিহত রোহিঙ্গা তাদের বাড়ির কাজের লোক। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মিয়ানমার জান্তার ছোড়া মর্টারশেল বাংলাদেশের ভুখণ্ডে বাদশা মিয়ার বসতবাড়িতে এসে পড়ে বিস্ফোরণ ঘটে। এতেই ওই নারীসহ তাদের বাড়ির কাজের লোক নিহত হন।
জেআই/
Discussion about this post