সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল মান্থ’ উপলক্ষে দুবাই আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সেন্টারের (DIFC) গেট বিল্ডিংয়ে উন্মোচিত হয়েছে ৫০ মিটার উচ্চতার এক ব্যতিক্রমী দেয়ালচিত্র। দেশের প্রতিষ্ঠাতা পিতা—প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মক্তুমকে উৎসর্গ করা এই শিল্পকর্মে তুলে ধরা হয়েছে হোপ প্রোব, এতিহাদ-স্যাট ও রাশিদ রোভারসহ আমিরাতের মহাকাশ অভিযাত্রার অগ্রগতি।ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি এ দেয়ালচিত্র সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ভিশন ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতীক বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক শাইমা আল সুয়াইদি। DIFC কর্তৃপক্ষের মতে, শিল্পকর্মটি দেশের অতীত ও ভবিষ্যৎ উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
এমিরাতি শিল্পী আহমেদ বা ফাদ্লের তৈরি এই অনন্য দেয়ালচিত্র দুবাইয়ের কেন্দ্রস্থলে জাতীয় গর্বের নতুন প্রতীক হয়ে উঠেছে।

























