ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ ওরফে তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফলে বেনজীর আহমেদ ওরফে তাবরীজ পুনরায় স্বীয় পদ ফিরে পেলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।এদিকে বেনজির আহমেদ তাবরিজ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং সপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শহরের মহাখালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।


























