‘দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু। সংসদের সব সদস্যই একদলের। ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদ দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই সংসদ জনগণের নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, সরকার বিরোধীদলকে (জাতীয় পার্টি) দয়া করে ১১টি আসন ছেড়ে দিয়েছে। নুতন নতুন অপকৌশলে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রেখেছে তারা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ অপরাধপ্রবণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে বলে দলের নেতারা আবোলতাবোল বক্তব্য দিচ্ছেন।
রিজবী বলেন, জনগণের ভোট বর্জন গণতন্ত্রকামীদের বিজয়। অবৈধ সংসদ বাতিল করে লুণ্ঠিত মানবাধিকার,ভোটাধিকার ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হতে হবে আমাদের।
তিনি আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন ঘিরে এ সংসদকে অবৈধ দাবি করে প্রথম অধিবেশন চলাকালীন ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি। দুপুর ২টায় রাজধানীর ৭টি এলাকা থেকে এই মিছিল পরিচালনা করা হবে। বিএনপিসহ একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদাভাবে কালো পতাকা মিছিল করবে।
জেআই/ম্যাসেঞ্জার/আমিরাত সংবাদ/
Discussion about this post