লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা সীমান্তে রফিউল ইসলাম টুকলু নামের এক বাংলাদেশী ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। নিহতের মরদেহ কোচবিহারের মেখলিগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
রবিবার (২৮ জানুয়ারি) ভোরে ওই সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউল পাটগ্রামের বঙ্গেরবাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র।
জানা যায়, ভোর ৪টার দিকে আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হয় রফিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় হয়তো তিনি চিনি চোরাচালানে যুক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এরআগে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী বিজিবি সদস্য নিহত হন।
জেআই/খবরের কাগজ/আমিরাত সংবাদ/
Discussion about this post