জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও দলীয় পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে সচিব ঘোষণা করেছেন। এরি সাথে চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন।
রোববার (২৮ জানুয়ারি) গুলশানে রওশন এরশাদের বাসায় সভার আয়োজন করেন তিনি। এসময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
এ সময় তিনি জানান, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।
এর আগে ২০২৩ এর ২২ আগস্ট নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। পরে একই দিন রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণারর বিসয়টি ভুয়া বলে মন্তব্য করেন তারই রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
জেআই/
Discussion about this post