মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২’শ ১৩ জন অভিবাসীর কাগজপত্র চেক করে ৭ জন বাংলাদেশীসহ ১০৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে পাসার হারিয়ান সেলেয়াং ( কাঁচা বাজার)-এ কর্তৃপক্ষের অভিযানটি পরিচালনা করে পুলিশ।
অন্যান্যদের মধ্যে ৫২ জন ইন্দোনেশিয়ান, ৩৫ জন মিয়ানমারের নাগরিক, ১২ জন ভারতীয় এবং একজন পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছে।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক আল্লাউদিন আব্দুল মজিদ জানান, রয়্যাল মালয়েশিয়ান পুলিশের (পিডিআরএম) অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্ট (জেকেডিএনকেএ) দ্বারা চালু করা বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। যার নাম দেওয়া হয় অপ টারিং ২।
অভিযানে ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সহায়তায় ৪৬৫ জন কর্মকর্তার সম্মনয়ে ভোর তিনটায় অভিযান শুরু হয়।
এ সময় পুলিশ প্রাধান আলাউদিন বলেন, অভিযানের লক্ষ্য ছিল সেলেয়াং ডেইলি মার্কেটের আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধের বিরুদ্ধে লড়াই করা, বিশেষ করে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা।
এছাড়াও, অভিযানটি এলাকায় যেকোন অস্বাস্থ্যকর কর্মকাণ্ড নির্মূল করার দিকেও নজর দিয়েছেন তারা।
তিনি জনসাধারণকে সন্দেহজনক কার্যকলাপ বা তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কিত তথ্য পুলিশকে দেওয়ার জন্য স্বাগত জানান।
জেআই/
Discussion about this post