ছুটি শেষে কর্মস্থল বগুড়া যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামের এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।
জেআই/
Discussion about this post