ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় কাশেম মিয়া (৬০) এবং আলমগীর মালিতা (২৫) নামের দুই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে এবং আলমগীর একই উপজেলার ঘুগড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর মালিতা মারা যান। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান।
জেআই/
Discussion about this post