ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রাজ্জাক সরদার (৬২) এবং তার ছেলে পারভেজ সরকার। নিউজটি আরটিভির
রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজাপুর মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ দুজন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদ এলাকার আসা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ট্রলারটি ভোলার মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাচ্ছিল। রাত ১টার দিকে উপজেলার রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারটি পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন রাজ্জাক সরদার ও তার ছেলে।
জেআই/
Discussion about this post