সৌদি আরবের রিয়াদে আরাফাত খান অপু নামের এক বাংলাদেশি যুবক স্ট্রোক জনিত কারনে মারা গেছেন।
রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় তিনি রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে।
জানা যায়, পরিবারের অভাব ঘোচাতে আরাফাত খান অপু দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান।
প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জেআই/
Discussion about this post