ভোলার চরফ্যাশনে জীবিত থাকা অবস্থায় ১১ সন্তানকে সম্পত্তি লিখে দিয়ে ৪ সন্তানকে বঞ্চিত করেন রতন তরফদার নামের এক ব্যক্তি। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে তিনি মৃত্যু বরণ করলে বঞ্চিত ৪সন্তান লাশ দাফন করতে বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্টাম্পে লিখিত সমাধানের পর ওই দিন রাত ৮টায় নিহতের লাশ দাফন করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে রতন তরফদার তার নিজ বাড়িতে মারা যায়। রতন তরফদার উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের বাসিন্দা। তিনি ৭টি বিয়ে করেছেন। ৭ ঘরে তার মোট সন্তানের সংখ্যা ১৫ জন।
চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাই বলেন, ‘জমি ভাগাভাগি নিয়ে বিরোধ থাকায় সন্তানরা লাশ দাফনে বাধা দিচ্ছেন, আমি শুনেই ঘটনাস্থলে চলে এসেছি। ঘটনার সমাধান করে রাতেই দাফন করা হয়।
জেআই/
Discussion about this post