ঢাকার সভার এলাকায় প্রচণ্ড ঠান্ডা আর অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে যুদ্ধ করে ময়লার ড্রামে পড়ে আছে একদিন বয়সী অজ্ঞাত নবজাতক শিশু। স্থানীয়রা দেখতে পেয়ে পরে হাসপাতালে ভর্তি করান।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকার শিনশিন পোশাক কারখানা সংলগ্ন আশরাফের বাড়ির পাশে কান্নার শব্দ শুনে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। অনেক খোঁজাখুঁজি করে একটি ময়লার ড্রাম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার (প্রশাসন) হারুন অর রশিদ বলেন, শিশুটির নারী ছেঁড়ার কারণে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শিশুটিকে যারা ফেলে গেছেন তাদের শনাক্তের চেষ্টা চলছে।
জেআই/ঢাকা পোস্ট/
Discussion about this post