মোটরসাইকেল চালিয়ে মেয়ে তৃষা মনিকে তার শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে নিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে ট্রাক চাপায় নিহত হন বাবা বজলুর রশিদ (৫৫)। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউপি সদস্য। তবে বাবা নিহত হলেও বেঁচে গেছেন মোটরসাইকেলের পেছনে থাকা মেয়ে তৃষা মনি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত বজলুর উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের খলসী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মেয়েকে নিয়ে সোনামুখী বাজার থেকে দিনাজপুরে যাচ্ছিলেন বজলুর রশীদ। একইসময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জেআই/আরটিভি অনলাইন/
Discussion about this post