ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩০) এবং মাহফুজুর রহমান (২০) নামের দুজন নিহত হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা বলে জানা যায়।
বুধবার (৩ জানুয়ারি) ভোরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মৃত আব্দুল সাত্তারের পুত্র এবং রবিউল ইসলামের ছেলে মাহফুজুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে চারজন মিলে দুই আলমসাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। ঘন কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। পথে মধুপুর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে পড়ে আছে পেছনের গাড়ি। তারপর দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, অজ্ঞাত একটি গাড়ি চাপায় ২জনের মৃত্যু হয়। তাদের সঙ্গে অন্য আলমসাধুতে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেআই/
Discussion about this post