দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নির্বাচনবিরোধী যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার সক্ষমতা পুলিশের আছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা দেশের ৩০০ আসনের সব আসনেই মানুষকে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কিভাবে এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তা আমরা জানি। সেভাবেই আমাদের সকল পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটান পুলিশের একটি দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এবারের নির্বাচনে পুলিশ ছাড়াও র্যাব, আনসার, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সজাগ দৃষ্টি রাখছেন। কোনো ধরনের অনিয়ম অরাজকতা দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
সময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্মতারা।
জেআই/
Discussion about this post