সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজধানী আবুধাবি দুতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী দিবস আয়োজনে প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সরকার ঘোষিত জাতীয় প্রবাসী দিবসের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে প্ একটি প্রামাণ্যচিত্র তুলে দরা হয়। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তারা।
জাতীয় প্রবাসী দিবস প্রসঙ্গে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারের বি এম জামাল হোসেন বলে, পৃথিবীর ১৭০ টি দেশে প্রায় ১.৫ কোটি বাংলাদেশি বসবাস করে,তাদের প্রতি সন্মান রেখে সরকার এ দিবসটি আয়োজন করছে। প্রবাসীদের আয়ে দেশের ৯ কোটি মানুষ সরাসরি নির্ভরশীল, প্রবাসীদের আয়ে তারা স্বাচ্ছন্দ্য আছে।
তিনি বলেন, আমরা তাদের সমস্যা ও চাহিদার কথা মাথায় রেখে ‘দুয়ারে কনস্যুলেট’ সেবার আওতায় দেশটির ৬ টি প্রদেশে নারী কর্মীদের স্বাস্থ্যসেবাসহ কনস্যুলেট সেবা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, পুরুষের তুলনায় নারী কর্মীদের প্রবাসে জীবনযাপন অধিকতর চ্যালেঞ্জিং। তবুও তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, প্রবাসীর বৈধ পথে পাঠানো রেমিট্যান্স সরকারের আয়ের একটি বড় উৎস। প্রতিটি প্রবাসী তার আয় বৈধ পথে দেশে প্রেরণ করলে একদিকে যেমন তার পরিবার উপকৃত হয় তেমনি রাষ্ট্রও উপকৃত হয়ে থাকে।
এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের দাবির প্রেক্ষিতে দুর্গম এলাকাসহ দূরবর্তী স্থান সমূহে ডায়াসপোরা ফোকাল পয়েন্ট তৈরি করার বিষয়ে মত প্রকাশ করেন।
জেআই/
Discussion about this post