মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো.সোহেল পারভেজ।
গত সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের কাছে ভিলিগিলি দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মো.আলাউদ্দিনের পুত্র।
জানা যায়, মালদ্বীপে মাছ ধরার খামারে কাজ করতেন সাইদুল। প্রতিদিনের মতো সোমবার রাতে মাছ ধরতে গিয়ে পানির নিচে ড্রাইভিংয়ের সময় তলিয়ে যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জেআই/
Discussion about this post