পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প এবং সই পর্যন্ত ব্যবহার করা হয়েছে। কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। সেই চিঠি প্রকাশ্যে আসায় হইচই পড়ে গেছে কলেজ ক্যাম্পাসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ওই চিঠি। আর এসবের কিছুই জানেন না অধ্যক্ষ।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ অধ্যক্ষ পুলিশের দ্বারস্থ হচ্ছেন। চিঠির বয়ান অনুযায়ী, পঞ্চম সেমিস্টারের এক ছাত্রীর প্রেমে পড়েছে ওই কলেজের সাবেক ছাত্র। ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ওই ছাত্রের পড়াশোনায় মন বসছে না। চিঠিতে ছাত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, কিছু একটা পদক্ষেপ করার জন্য। যাতে ছাত্রটি ঠিক মতো পড়াশোনা করতে পারেন। নিউজটি ঢাকা পোস্ট থেকে নেয়া।
কলেজের প্যাডের ওপরে লেখা, ‘বিশেষ বিজ্ঞপ্তি/ আবেদন।’ তারপর লেখা, ‘গুসকরা মহাবিদ্যালয়ে পাঠরত পঞ্চম সিমেস্টারের ছাত্রীকে জানানো যাচ্ছে যে, কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের সাবেক এক ছাত্র আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনো সদুত্তর না দেওয়ার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।’
অন্যদিকে এখন প্রশ্ন, ওই ছাত্র কীভাবে অধ্যক্ষের প্যাড বা স্ট্যাম্প ব্যবহার করতে পারল? সে বিষয়ে জবাব দিতে হবে কলেজকে। কেউ বলছেন খুবই ন্যক্কারজনক ঘটনা। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশের কাছে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক।’
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের পক্ষ থেকে দেওয়া পুরোনো কোনো নোটিশকে সুকৌশলে স্ক্যান করে তারপর তা ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেটা এখনও জানা যায়নি। ছাত্রীর উদ্দেশ্যে চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন, যাতে আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।’
আর এ ঘটনায় মজা পেয়েছেন অনেকে। কারণ প্রেম নিবেদনের এটি একটি অভিনব পন্থা। ছাত্রী অবশ্য এ নিয়ে কোনো কথা বলতেই চাইছেন না।
সূত্র : হিন্দুস্থান টাইমস
জেআই/
Discussion about this post