স্মার্ট বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলের ইশতেহার ঘোষণা করেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
ইশতেহারে শেখ হাসিনা দেশকে ডিজিটাল থেকে স্মার্ট করার ঘোষণা দিয়ে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তগত সক্ষমতা অর্জন একান্ত প্রয়োজন। এ জন্য আমরা স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ- এই চারটি স্তম্ভের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করবো।
গত ১৫ বছরের উন্নয়নের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ। ছোটখাটো অভিঘাত আজ আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। করোনা মহামারিসহ নানান অভিঘাত মোকাবিলা করে সেই প্রমাণ আমরা রেখেছি। করোনা মহামারির মধ্যেই আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি। এ সময়ই জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
জেআই/
Discussion about this post