পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পামুলী ইউনিয়নের ২ নম্বর পামুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করে।
ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ।
এসময় তিনি বলেন, ‘মানুষ বুঝতে শিখেছে। আমার বিশ্বাস হচ্ছে না, একসঙ্গে এত মানুষ অন্য দল থেকে প্রিয় দলের সঙ্গে যুক্ত হলেন। শেখ হাসিনা যেভাবে মানুষকে সাহায্য করেছেন এবং তাদের পাশে থেকেছেন, তারই ফল এটা।’
পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিভূষন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানাত জামান চৌধুরী জর্জ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জেআই/
Discussion about this post