আওয়ামী লীগ সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলন, সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ। তাই নির্বাচন বিরোধী কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে তিনি যেই হোন তাকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, দলীয় কিংবা স্বতন্ত্র কারও প্রতিই পক্ষপাত করবে না আওয়ামী লীগ। নির্বাচনবিরোধী কোনো সহিংসতা করলে কমিশন যে ব্যবস্থা নেবে তা সমর্থন করবে আওয়ামী লীগ। আইন-ভঙ্গ করলে আইনের আওতায় পড়তে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো সহিংসতা চাই না। নেত্রী তা বারবার বলছেন। আওয়ামী লীগের প্রার্থী কিংবা প্রার্থীর কোনো সহযোগী যদি সহিংসতায় জড়ায়, তাহলে নির্বাচন কমিশনের (ইসি) আইনগত ব্যবস্থায় আমরা সমর্থন জানাই। যৌক্তিক কারণে কারও প্রার্থিতা গেলে আমাদের কিছু বলার নেই, কারণ ইসি স্বাধীন।
বিএনপির অসহযোগ আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে ট্যাক্স দেবে না। ট্যাক্স না দিলে জেলে যেতে হবে। ইউটিলিটি বিল না দিলে শাস্তি পেতে হবে। বিদ্যুৎ বিল না দিলে লাইন কেটে যাবে, পানির বিল না দিলে পানির লাইন কেটে যাবে। খাজনা-ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে। তারেক রহমানের অসহযোগ করলে আমও যাবে, ছালাও যাবে।
জেআই/
Discussion about this post